গ্রামীণ এলাকার উন্নয়নে হাতে নেওয়া বিভিন্ন প্রকল্পে কাজের পর্যালোচনা করতে কেন্দ্রীয় সরকার বৈঠকে বসতে চলেছে। আগামী ১৪ই জুলাই থেকে নতুন দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পারফর্মেন্স পর্যালোচনা কমিটির ডাকা দুই দিনের এই প্রস্তাবিত বৈঠকে অংশ নিতে অন্যান্য রাজ্যের সঙ্গে এই রাজ্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আবাস যোজনা, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের যে বকেয়া রয়েছে তা নিয়ে বৈঠকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধিরা সরব হতে পারে বলে মনে করা হচ্ছে।
Site Admin | July 6, 2025 4:40 PM
গ্রামীণ এলাকার উন্নয়নে হাতে নেওয়া বিভিন্ন প্রকল্পে কাজের পর্যালোচনা করতে কেন্দ্রীয় সরকার বৈঠকে বসতে চলেছে।
