গোয়ায় অনুষ্ঠিত ফিডে দাবা বিশ্বকাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন ভারতের গ্র্যান্ড মাস্টার কার্ত্তিক ভেঙ্কটারমন। রোমানিয়ার গ্র্যান্ডমাস্টার বোগদান ড্যানিয়েল ডিয়াককে টানটান উত্তেজনার টাইব্রেকারে পরাজিত করেন কার্তিক। এই জয়ের মাধ্যমে তিনি দাবা বিশ্বকাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। ইতিমধ্যেই ভারতের দাবা খেলোয়াড় অর্জুন এরিগাইসি, আর প্রজ্ঞানন্দা, পি হরিকৃষ্ণ ও বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন ভি প্রনব এই রাউন্ডে স্থান করে নিয়েছেন। ২০৬ জন ভারতীয় প্রতিযোগীর মধ্যে খেতাব জয়ের লড়াইয়ে রয়েছেন এই পাঁচ জন দাবাড়ু। গতকাল টাইব্রেকারে গ্র্যান্ড মাস্টার বিধিত গুজরাঠি ও এস এল নারায়নন প্রতিযোগিতা থেকে বিদায় নেন।
Site Admin | November 10, 2025 10:16 AM
গোয়ায় অনুষ্ঠিত ফিডে দাবা বিশ্বকাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন ভারতের গ্র্যান্ড মাস্টার কার্ত্তিক ভেঙ্কটারমন।