মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 3, 2025 9:47 AM

printer

গোয়ার শিরগাও গ্রামে লাইরাই দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু

গোয়ার শিরগাও গ্রামে লাইরাই দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৩০ জনের বেশী। আজ খুব ভোরে এই দুর্ঘটনা ঘটে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত কিছুক্ষণ আগে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শতাব্দী প্রাচীন ঐ মন্দিরে জ্বলন্ত অঙ্গারের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ধর্মীয় রীতি উপলক্ষ্যে বিপুল সংখ্যক ভক্ত ভীড় জমিয়েছিলেন। হঠাতই মন্দিরের ভেতরে ঢোকার জন্য হুড়োহুড়ি পড়ে গেলে এই বিপত্তি ঘটে।

উল্লেখ্য, উত্তর গোয়ার এই মন্দিরে শ্রী লাইরাই যাত্রা উপলক্ষ্যে প্রতিবছর ৫০ হাজারের বেশী ভক্তের ভীড় হয়।