গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত ২০২৫ সালের FIDE দাবা বিশ্বকাপের অফিসিয়াল লোগো এবং অ্যান্থেমের উদ্বোধন করেছেন । গোয়ার সংস্কৃতি এবং দাবা খেলার অনুপ্রেরণায় এই লোগো তৈরী করা হয়েছে। অন্যদিকে অফিসিয়াল অ্যান্থেম গেয়েছেন, জনপ্রিয় গায়ক দালের মেহেন্দি। শিক্ষার্থীদের মধ্যে মনোযোগ, কৌশলগত চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুণাবলী তৈরিতে দাবার গুরুত্বের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের স্কুল ও কলেজগুলিতে দাবা খেলা, পড়াশোনার অঙ্গ হিসাবে চালু করার আহ্বান জানান।
FIDE দাবা বিশ্বকাপ ২০২৫, ৩১ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত , ২৩ বছর পর ভারত এই টুর্নামেন্টে প্রত্যাবর্তন করছে। এই ইভেন্টে ৮২টি দেশের প্রতিনিধিত্বকারী ২০৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। বিজয়ীদের মোট ২ মিলিয়ন ডলার মূল্যের পুরষ্কার প্রদান করা হবে। গুকেশ ডি, অর্জুন এরিগাইসি, অনিশ গিরি, ওয়েসলি সো, ভিনসেন্ট কিমার, হ্যান্স নিম্যান এবং ফাউস্টিনো ওরো সহ বিখ্যাত দাবা খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নেবেন।
 
									 
		 
									 
									 
									