গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়া, ওমানের চ্যাম্পিয়ন আল সিব ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চার বছর পর এশিয়ান ফুটবলে প্রত্যাবর্তন করল। এর ফলে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে হতে চলা ২০২৫-২৬ এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু-র গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করল এফসি গোয়া। দেজান দ্রাযিক ও হাভিয়ের সিভেরিও এফসি গোয়ার হয়ে দুটি গোল করেন। মোহনবাগানের পর দ্বিতীয় ভারতীয় দল হিসেবে এফসি গোয়া এই মহাদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লীগ শিল্ড জিতে আগেই সরাসরি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামীকাল ড্রয়ের পর গ্রুপ পর্বের প্রতিযোগী দলগুলি ঠিক করা হবে।
Site Admin | August 14, 2025 11:59 AM
গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়া, ওমানের চ্যাম্পিয়ন আল সিব ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চার বছর পর এশিয়ান ফুটবলে প্রত্যাবর্তন করল।
