October 25, 2025 9:49 PM

printer

গোয়ার বাম্বলিমে আজ সুপার কাপ ফুটবলে ইস্টবেঙ্গল ও ডেমপো স্পোর্টস ক্লাবের মধ্যে খেলাটি ২-২গোলে শেষ হয়েছে।

গোয়ার বাম্বলিমে আজ সুপার কাপ ফুটবলে ইস্টবেঙ্গল ও ডেমপো স্পোর্টস ক্লাবের মধ্যে খেলাটি ২-২গোলে শেষ হয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে মহেশ সিং নাওরেন ও মিগুয়েল ফেরেরা এবং ডেমপোর মহম্মদ আলি ও লক্ষণ রাও রানা গোল কোরেছেন। ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচে মঙ্গলবার চেন্নাইয়িন এফ সি, র বিরুদ্ধে খেলবে।

আজ গ্রুপ এ, র অন্য ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট, চেন্নাইয়িন এফ সি, র মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।