গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান কৃষিমন্ত্রী রবি নায়েক গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, রবি নায়েক একজন অভিজ্ঞ প্রশাসক এবং জনসেবক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, যিনি গোয়ার উন্নয়নের পথকে সমৃদ্ধ করেছিলেন। রবি নায়েক তাঁর রাজনৈতিক জীবনে মুখ্যমন্ত্রী ও অন্যান্য দফতরের কার্যভার সামলেছেন।
Site Admin | October 15, 2025 11:39 AM
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান কৃষিমন্ত্রী রবি নায়েক গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন
