December 15, 2025 9:28 PM

printer

গোয়ার আরপোরার ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে গত ৬ই ডিসেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর ঘটনায় বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ একটি দেওয়ানি মামলাকে জনস্বার্থ মামলায় রূপান্তর করেছে

গোয়ার আরপোরার বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে গত ৬ই ডিসেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর ঘটনায় বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ একটি দেওয়ানি মামলাকে জনস্বার্থ মামলায় রূপান্তর করেছে। দুই বিচারপতি সরং কোটওয়াল ও পৃথ্বীরাজ চবন-এর ডিভিশন বেঞ্চ জানিয়েছেএমন ঘটনার দায়ভার কাউকে নিতেই হবে।

আদালত গোয়া রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেদুর্ঘটনাগ্রস্ত নাইটক্লাবটিকে দেওয়া অনুমতি পত্রগুলির বিস্তারিত বিবরণ পেশ করতে হবে। নাইটক্লাবের জমির মালিক প্রদীপ ঘাড়ি আমোনকর ও সুনীল দিবকর এই মামলাটি দায়ের করেছিলেন।

আগামী ৮ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।