গোয়ায় ৫৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল সমাপ্তি উৎসব। তার আগে আজ ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের বাংলা ছবি সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম-এর দুটি প্রদর্শন রয়েছে। সিনেমাটি আজ মারগাঁও এবং পন্ডাতে দেখানো হবে। এর আগে গতকাল সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হন। সিনেমা সম্পর্কে বলতে গিয়ে পরিচালক বলেন ভারতে সিনেমায় ভিএফএক্স-এর ব্যবহার এখন আর কঠিন নয় কারণ প্রযুক্তিগত দক্ষতা এখন অনেক বেশি। গোয়ায় চলচ্চিত্র উৎসবের পরিবেশ নিয়ে উচ্ছসিত প্রশংসা করেন অভিনেতা অনির্বাণ।
অন্যান্য যেসব ছবি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সেগুলি হল ওরেন্ডা, কটন কুইন, এ পোয়েট, স্লিপলেস সিটি, দ্য ওম্যান অ্যামং আদার্স।