গোয়ায় বিধানসভা নির্বাচনী এলাকার জন্য তপশীলি উপজাতির প্রতিনিধিত্ব সংক্রান্ত পুনঃ সংশোধনী বিল, ২০২৪ আজ লোকসভায় পাস হয়েছে। বিলের উদ্দেশ্য হল উপজাতীয়দের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আসন সংরক্ষণে সমতা এবং বিধানসভার আসনগুলির পুনর্বিন্যাস।
আলোচনার জবাবী ভাষণে, আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন , এই বিল গোয়া বিধানসভায় তপশীলি উপজাতিদের প্রতিনিধিত্ব
সুনিশ্চিত করবে। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ২০০১ সালে যেখানে গোয়ায় উপজাতির সংখ্যা ছিল ৫৬৬, তা বেড়ে এখন প্রায় ১ লক্ষ ৪৯ হাজার ছাড়িয়েছে। মেঘওয়াল আরো বলেন, আগে শুধুমাত্র তপশীলি জাতির জন্য সংরক্ষণের সংস্থান ছিল, উপজাতির সংখ্যা বৃদ্ধির কারণে রাজ্য বিধানসভায় তপশীলি উপজাতিদের জন্য সংরক্ষণ জরুরী।