গোয়ায় আরপোরায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ক্লাবের কর্মী এবং চারজন পর্যটক। গতরাতে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাসরোধের কারণে। বাধ্যতামূলক অগ্নি নিরাপত্তা নিয়ম এই ক্লাবে মানা হয়নি বলেও তিনি জানান। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছেন।
এদিকে গোয়া পুলিশের মহানির্দেশক অলোক কুমার জানিয়েছেন যে পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত ব্যবস্থা নেয়। আগুন এখন নিয়ন্ত্রণে, সবকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।