December 7, 2025 9:57 AM

printer

গুয়াহাটি মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের সিংগলসের  ফাইনালে আজ ভারতের সংস্কার সারস্বত স্বদেশের মিঠুন মঞ্জুনাথের মোকাবিলা করবেন।

গুয়াহাটি মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের সিংগলসের  ফাইনালে আজ ভারতের সংস্কার সারস্বত স্বদেশের মিঠুন মঞ্জুনাথের মোকাবিলা করবেন।  সংস্কার ইন্দোনেশিয়ার ডেন্ডি ত্রিয়ানসিয়াকে ২১-১৯, ২১-১৯ গেমে হারিয়ে ফাইনালের উঠেছেন। অন্যদিকে মিঠুন স্বদেশের তুষার সুবীরকে ২২-২০, ২১-৮ গেমে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন।

মহিলাদের সিংগলসে ফাইনালের তানভি শর্মা আজ ফাইনালে চীনা তাইপেইয়ের টুং সিউ-টংয়ের মুখোমুখি হবেন। তিনি জাপানের হিনা আকেচিকে ২১-১৮, ২১-১৬ গেমে হারিয়ে ফাইনালের ওঠেন। 

পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতীয় জুটি শীর্ষ বাছাই পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় এবং সাই প্রতীক মালয়েশিয়ার কাং খাই জিং এবং অ্যারন তাই এর মোকাবিলা করবেন।

উল্লেখ্য, গুয়াহাটি মাস্টার্স, BWF ওয়ার্ল্ড ট্যুর সুপার ১০০ সার্কিটের অংশ।