November 25, 2025 7:26 PM

printer

গুয়াহাটিতে  দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে ৫৪৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছে।

গুয়াহাটিতে  দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে ৫৪৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বর্ষাপারা স্টেডিয়ামে আজ  বিনা উইকেটে ২৬ রান নিয়ে  চতুর্থ দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির পর দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২৬০ রানে তাদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ট্রিস্টান স্টাবস ৯৪, টনি ডি জর্জি ৪৯ রান করেন। রবীন্দ্র জাদেজা চার উইকেট নেন, এক উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

ভারত ৫৪৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিনের শেষে ২ উইকেটে ২৭ রান করেছে। যশস্বী জয়সওয়াল ১৩ রান করেন। সাই সুদর্শন ২ ও নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব ৪ রানে অপরাজিত আছেন। মার্কো জানসেন ও সাইমন হার্মার উইকেট দুটি নিয়েছেন।

 এই ম্যাচ জিততে হলে ভারতকে পঞ্চম তথা শেষ দিনে আরো ৫২২ রান করতে হবে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৪৮৯ রানের জবাবে, ভারত প্রথম ইনিংসে ২০১ রান করেছিলো

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।