জলপাইগুড়ি জেলার চালসার মহাবাড়ি সংলগ্ন মূর্তি নদীর ধারে পিকনিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর। চালসা জঙ্গলের রেঞ্জ অফিসার সাম্য রায় বলেন, চালসার কাছে মহাবাড়ি ও পানঝোড়া এলাকায় প্রবাহিত মূর্তি নদীর তীরবর্তী অঞ্চলটি হাতি চলাচলের গুরুত্বপূর্ণ করিডর। হাতির উপস্থিতি প্রায়ই লক্ষ্য করা যায়। মানুষ ও হাতির সংঘর্ষ এড়াতেই চালসা মহাবাড়ি সংলগ্ন মূর্তি নদীর তীরবর্তী অঞ্চলে বনভোজন সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, মেটেলি ব্লকের জঙ্গল ঘেষা বিভিন্ন এলাকায় অতীতে মানুষ-হাতি সংঘর্ষে প্রাণ হানির ঘটনা ঘটেছে। বন দপ্তরের এই উদ্দ্যোগটির সাধুবাদ জানিয়েছে পরিবেশপ্রেমীরা।