গুজরাতের খোরাজে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি নতুন গাড়ি নির্মাণ কারখানা তৈরি করবে মারুতি সুজুকি। গাড়ি সংস্থাটির কর্তৃপক্ষের সঙ্গে আজ গান্ধীনগরে গুজরাত সরকারের চুক্তি সাক্ষরিত হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও উপ মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি।
প্রায় এক হাজার ৭৫০ একর জমির উপর গড়ে উঠবে কারখানাটি। বার্ষিক ১০ লক্ষ গাড়ি তৈরি হবে কারখানাটিতে। ২০২৯ সালের মধ্যে উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।