July 15, 2024 5:07 PM

printer

গুজরাটে আনন্দের কাছে আজ সকালে আমেদাবাদ -বদোদরা এক্সপ্রেসওয়ের ওপর এক পথ দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো ৬ জন।

গুজরাটে আনন্দের কাছে আজ সকালে আমেদাবাদ -বদোদরা এক্সপ্রেসওয়ের ওপর এক পথ দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো ৬ জন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, চিখোরা গ্রামের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে দ্রুত গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।  

      আনন্দের গ্রামীণ পুলিশ জানিয়েছে। বাসচালক সহ পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, গুরুতর আহত একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। বাকিরা স্থানীয় হাসপাতালে ভর্তি। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।