October 9, 2025 11:58 AM

printer

গুজরাটের মেহসানায় আজ Vibrant Gujarat আঞ্চলিক সম্মেলনের সূচনা হবে।

গুজরাটের মেহসানায় আজ Vibrant Gujarat আঞ্চলিক সম্মেলনের সূচনা হবে। মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুগ্ধজাত ও খাদ্য ও প্রক্রিয়াকরণ, কৃষি, অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিং, পুনর্নবিকরনযোগ্য শক্তি, পর্যটন, ইত্যাদি ক্ষেত্র নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে।  

আন্তর্জাতিক ক্ষেত্রে ২০০র ও বেশি প্রতিনিধি সহ ১৩ হাজারের বেশী অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দেবেন।