গুজরাটের পঞ্চমহল জেলার পাভাগড়ে আজ রোপওয়ের তার ছিঁড়ে পড়ে ছজনের মৃত্যু হয়েছে। সেখানে মন্দির এলাকায় নির্মাণকাজের জন্য একটি রোপওয়েতে করে পণ্য নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে দুজন লিফট অপারেটর এবং দুজন শ্রমিক রয়েছেন। কি কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে।
Site Admin | September 6, 2025 9:42 PM
গুজরাটের পঞ্চমহল জেলার পাভাগড়ে আজ রোপওয়ের তার ছিঁড়ে পড়ে ছজনের মৃত্যু হয়েছে