August 4, 2025 11:04 AM

printer

গুজরাটের কান্ডলা বন্দরে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিবেশ বান্ধব  হাইড্রোজেন জ্বালানী প্ল্যান্ট- এর উৎপাদন শুরু করেছে।

গুজরাটের কান্ডলা বন্দরে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিবেশ বান্ধব  হাইড্রোজেন জ্বালানী প্ল্যান্ট- এর উৎপাদন শুরু করেছে। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এ ধরণের এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন,  এর মাধ্যমে কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনতে আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করে। দেশের মধ্যে  কান্ডলা প্রথম ভারতীয় বন্দর হয়ে উঠেছে যেখানে পরিবেশবান্ধব হাইড্রোজেন জ্বালানী ব্যবহারের  সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে  পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সুস্থায়ী পরিকাঠামো গড়ে তুলতে গুজরাটের ক্রমবর্ধমান উদ্যোগ প্রতিফলিত হয়।  কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই প্রকল্পের  উদ্বোধন করেছেন।  মাত্র চার মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ হয়েছে।  প্রতি বছর ১৪০ মেট্রিক টন পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানী এখান থেকে উৎপন্ন হবে।