মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 19, 2025 1:42 PM

printer

গায়নায় ১৬ ফুট উচ্চতার ভগবান হনুমানের মূর্তি বসানো হয়েছে।

গায়নায় ১৬ ফুট উচ্চতার ভগবান হনুমানের মূর্তি বসানো হয়েছে। গায়নার স্পার্টায় এসেকুইবো উপকূলের কাছে সীতা রাম রাধে শ্যাম মন্দিরে ওই মূর্তি বসানো হয়েছে। ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছে মূর্তিটি। মূর্তি উন্মোচন উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়। ভজনসাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়।