গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। GRSE আজ ভারতীয় নৌ বাহিনীকে বৃহৎ পর্যবেক্ষণ জল যান ইক্ষক হস্তান্তর করেছে। GRSE চারটি এই ধরনের যুদ্ধজাহাজ তৈরির বরাত পেয়েছে। যার মধ্যে দুটি ইতিমধ্যেই নৌ বাহিনীকে প্রদান করা হয়ে গেছে। অত্যাধুনিক প্রযুক্তির এই এই যুদ্ধজাহাজ উপকূলীয় অঞ্চল এবং গভীর সমুদ্রে হাইড্রোগ্রাফিক পর্যবেক্ষণ করতে সক্ষম।
Site Admin | August 14, 2025 10:03 PM
গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। GRSE আজ ভারতীয় নৌ বাহিনীকে বৃহৎ পর্যবেক্ষণ জল যান ইক্ষক হস্তান্তর করেছে।
