মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 23, 2025 1:16 PM

printer

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড গতকাল কলকাতায় তাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম জিআরএসই অ্যাক্সিলারেটেড ইনোভেশন নার্চারিং স্কিম বা গেইনস ২০২৫-এর তৃতীয় সংস্করণ চালু করেছে

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড গতকাল কলকাতায় তাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম জিআরএসই অ্যাক্সিলারেটেড ইনোভেশন নার্চারিং স্কিম বা গেইনস ২০২৫-এর তৃতীয় সংস্করণ চালু করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করেন। জিআরএসই-র পূর্ববর্তী সংস্করণগুলির সাফল্যের উপর ভিত্তি করে গেইনস২০২৫ এর উদ্দেশ্য জাহাজ নির্মাণে প্রযুক্তিগত উদ্ভাবনকে ত্বরান্বিত ও আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করা। এই প্রকল্পটি সরকারের মেক ইন ইন্ডিয়া এবং স্টার্ট-আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং বলেনগেইনস২০২৫-এর থিম কৃত্রিম বুদ্ধিমত্তা,পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জাহাজ নির্মাণে দক্ষতা বৃদ্ধি যা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তারোবোটিক্স এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রকল্পগুলি ইতিমধ্যেই পূর্ববর্তী সংস্করণগুলি থেকে এগিয়ে গেছে। তাই এবছরের চ্যালেঞ্জ এই ক্ষেত্রগুলিতে উদ্ভাবনের সীমানা আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদী। জিআরএসই-র চেয়ারম্যান কমোডর পি আর হরি সহ সংস্থার বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।