মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 2, 2025 9:52 PM

printer

গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিএসটি সাশ্রয় উৎসবের আওতায় নতুন দিল্লির খাদি গ্রামোদ্যোগ ভবনে সংস্থার বিভিন্ন পন্যের ওপর বিশেষ ছাড়যুক্ত বিক্রির সূচনা করেছেন।

গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিএসটি সাশ্রয় উৎসবের আওতায় নতুন দিল্লির খাদি গ্রামোদ্যোগ ভবনে সংস্থার বিভিন্ন পন্যের ওপর বিশেষ ছাড়যুক্ত বিক্রির সূচনা করেছেন। আগামী ৫ নভেম্বর পর্যন্ত খাদির পোশাকের ওপর ২০ শতাংশ এবং গ্রামোদ্যোগ বিভাগের উৎপাদিত পণ্য সামগ্রীর ওপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

                            কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনসাধারণকে স্বদেশি পণ্য কেনার আহ্বান জানিয়েছেন। তিনি  দেশবাসীকে কমপক্ষ্যে ৫০০০ হাজার টাকার খাদির পোশাক প্রতিবছর কেনার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে স্বদেশী পণ্য কেনার জন্য এবং বিক্রেতাদের শুধু স্বদেশী পণ্য বিক্রির পরামর্শ দিয়েছে। এর ফলে ২০৪৭ সালের মধ্যে দেশ স্বনির্ভর হয়ে উঠবে।     

এই প্রসঙ্গে স্বাধীনতা সংগ্রামের সময়, খাদি ও স্বদেশী পণ্যের ভূমিকার প্রসঙ্গ তিনি উল্লেখ করেন। তিনি বলেন দেশের স্বাধীনতা অর্জনে , মহাত্মা গান্ধীর দেখানো পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গান্ধীজীর খাদি ও স্বদেশী পণ্য ব্যবহারের নীতির ফলে অগণিত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।