গাজা শান্তিচুক্তি এবং নিরাপদে ইজরায়েলী পনবন্দীদের মুক্তিতে অন্যতম ভূমিকা পালনের জন্য ইজরায়েল, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ইজরায়েলী প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার প্রদান করবে। ইজরায়েলের প্রেসিডেন্ট ইজরায়েল আইজ্যাক হার্জোগ এই সম্মান ট্রাম্পের হাতে তুলে দেবেন, প্রথম দফায় রেডক্রস আন্তর্জাতিক কমিটির হাতে ৭ ইজরায়েলী বন্দীকে প্রত্যার্পনের মধ্যেই এই ঘোষনা করা হলো।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিশরে আয়োজিত গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন না। মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প শার্ম এল শেখে আয়োজিত এই বৈঠকে মিশরের রাষ্ট্রপতি ফাতেহ এল সিসি-র সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করবেন। গাজায় সংঘর্ষের অবসানে ২০ জনের বেশী বিশ্ব নেতৃত্ব এই বৈঠকে অংশ নেবেন।