মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 21, 2025 6:15 PM

printer

গাজা ভূখন্ডে পরিস্থিতি ক্রমশ খারাপের প্রেক্ষিতে, ব্রিটেন ইজরায়েলের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা স্থগিত রেখেছে এবং ওয়েস্ট ব্যাংকের অধিবাসীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। 

গাজা ভূখন্ডে পরিস্থিতি ক্রমশ খারাপের প্রেক্ষিতে, ব্রিটেন ইজরায়েলের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা স্থগিত রেখেছে এবং ওয়েস্ট ব্যাংকের অধিবাসীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। এব্যাপারে ব্রিটেনে ইজরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়। গাজায় ইজরায়েলের সামরিক কাজকর্মকে নীতিগতভাবে অনৈতিক বলে জানিয়েছেন ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামি। তিনি বলেন, ওই ভূখন্ডে মানবিক সাহায্য বন্ধ করা একটি বড় রকমের বিপর্যয়। ব্রিটেন, ইজরায়েলের চারটি কোম্পানী  এবং সেদেশের তিন ব্যক্তির সম্পত্তি এবং তাদের ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে এই নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে, ইজরায়েল জানিয়েছে, বাইরে থেকে আসা চাপের মুখে তারা তাদের নিরাপত্তা নীতি পরিবর্তন করবে না। ব্রাসেলসের বৈঠকে ইউরোপিয় ইউনিয়নের বিদেশ মন্ত্রীরা ইজরাইলের সঙ্গে  হওয়া বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে বলে একমত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলের বৃহত্তম বাণিজ্য অংশীদার। দুপক্ষের ৩২ শতাংশ বাণিজ্য হয় বলে খবর।