গাজা ভূখণ্ডে বুধবার মধ্যরাত থেকে ইসরাইলি বিমান হামলায় ১১৫ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এটি নৃশংসতা আক্রমণের অন্যতম ঘটনা। দক্ষিণের শহর খান ইউনিসে রাত দিনের বোমা হামলায় বাস্তবচিত্র পরিবারগুলির আশ্রয়স্থল ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি নিহত হয়েছেন ৫৬ জন।
উত্তরের জাবালিয়া শহরে একটি স্বাস্থ্য কেন্দ্র, জাবালিয়া শরণার্থী শিবিরে একটি প্রার্থনাস্থলকে নিশানা করে বোমা হামলা চালানো হলে ১৩ জন প্রাণ হারান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওই অঞ্চলে সাম্প্রতিক সফরের সময় এবং নতুন যুদ্ধ বিরোধী চুক্তির বিষয়ে অপ্রত্যক্ষ বোঝাপড়া এবং হামাস ও ইসরাইলের মধ্যে পণবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা চলার মাঝে ইজরায়েলের এই বিমান হামলার ঘটনা।