January 19, 2026 11:53 AM

printer

গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

 প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে গাজায় শান্তি রক্ষার্থে তৈরি ‘বোর্ড অফ পিস’ এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভারতে মার্কিন দূত সার্জিও গোর সমাজ মাধ্যমে মোদীর উদ্দেশ্যে লেখা ট্রাম্পের একটি চিঠি প্রকাশ করেছেন। ট্রাম্প সেই চিঠিতে বলেছেন, মধ্য প্রাচ্যে শান্তি ফেরাতে ও বিশ্বে সংঘাত নিরসনের চেষ্টায় তাঁর উদ্যোগে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে পেরে তিনি সম্মানিত। ট্রাম্প গাজা সংঘাত অবসানের লক্ষ্যে তাঁর ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য এই ‘বোর্ড অব পিস’ গঠনের কথা ঘোষণা করেছেন। গত অক্টোবরে ইসরায়েল ও হামাস ট্রাম্পের শান্তি পকিল্পনায় সম্মতি দেয়। এই বোর্ড অফ পিস একটি নতুন আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করবে।