মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 14, 2025 10:09 AM

printer

গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে মিশরের শার্ম – আল শেখে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত। চুক্তিকে স্বাগত জানাল ভারত।

মিশরে শার্ম আল-শেখে গাজা যুদ্ধাবসানের লক্ষ্যে আয়োজিত শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর অত্যন্ত ভালো হিতৈষী বলে অভিহিত করেছেন।

রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন, ভারত এক অনন্য দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী রাষ্ট্র। প্রধানমন্ত্রী মোদি অসাধারণ কাজ করে চলেছেন।

রাষ্ট্রপতি ট্রাম্প, ভারত ও পাকিস্তানের সুসম্পর্কের বিষয়েও আশা প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন, উভয় দেশ একসঙ্গে আগামী দিনে এগিয়ে যাবে।

গাজায় ইজরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটাতে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানানোর কয়েকদিন পরই ট্রাম্পের এই বক্তব্য।