গাজায় যুদ্ধের অবসান ঘটাতে ইজরায়েল ও হামাসের মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে। কাতারি ও মার্কিন মধ্যস্থতাকারীদের মধ্যস্থতায় গতকাল দোহায় এই আলোচনা শুরু হয়েছে। হামাস নেতা মাহমুদ মারদাউই বলেন, আলোচনায় যুদ্ধবিরতি নিশ্চিত করার পাশাপাশি অপহৃতদের মুক্তির ব্যাপারে জোর দিয়েছেন। হামাস ৬০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে নয় জন অপহৃতকে মুক্তি দিতে এবং ইজরায়েলে ফিলিস্তাইন বন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। যদিও ইজরায়েল এখনও এই প্রস্তাবের সম্মতি জানায়নি। কাতারে আলোচনায় বসার আগেই ইসরায়েল জানিয়েছিল, তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন আগে হামাস আলোচনায় রাজী না হলেও ইজরায়েলের ‘অপারেশন গিডিয়োনস রথ‘ শুরু করায় তারা মত পরিবর্তন করে।
Site Admin | May 18, 2025 12:07 PM
গাজায় যুদ্ধের অবসান ঘটাতে ইজরায়েল ও হামাসের মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে।
