গাজায় যুদ্ধবিরতি চুক্তি পুনবীকরণ বিষয়ে আলোচনার জন্য আগামীকাল ইজরায়েলের এক প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় যাচ্ছে। প্যালেস্তেনীয় সশস্ত্র জঙ্গী গোষ্ঠী হামাসের হাতে ইজরায়েলীস পণবন্দীদের মুক্তির বিষয়টি নিয়েও আলোচনা হবে। ইজরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তেলআভিভ, মার্কিন সমর্থিত মধ্যস্থতাকারী দেশগুলির আমন্ত্রণ গ্রহণ করেছে।
এর আগে গতকাল হামাস জানায়, গাজায় যুদ্ধ বিরতি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনার সদর্থক ইঙ্গিত পাওয়া গেছে। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানৌ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর করার বিষয়ে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা আলোচনা চালাচ্ছে এবং দ্বিতীয় পর্বের কথাবার্তাও যাতে সদর্থক হয়, সেই চেষ্টাও চলছে।
অন্যদিকে, গত কয়েক সপ্তাহ ধরে ইজরায়েল গাজায় সমস্ত রকম সরবরাহের রাস্তা বন্ধ করে দিয়েছে। যুদ্ধবিরতির প্রথম পর্বের মেয়াদ বাড়িয়ে বাকি পণবন্দীদের অর্ধেক সংখ্যককে ফিরিয়ে দেওয়ার জন্য ইজরায়েল ক্রমাগত চাপ দিচ্ছে। হামাসের হাতে এখনও ২৪ জন জীবিত পণবন্দী আটক এবং আরও ৩৪ জনের দেহ রয়েছে। বলে ইজরায়েলের দাবি।
এদিকে, হামাস জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ আটকে থাকা পণবন্দীদের ওপর প্রভাব ফেলবে। প্রথম পর্বে হামাস, প্রায় ২ হাজার প্যালেস্তেনীয় বন্দী মুক্তির বিনিময়ে ২৫ জন জীবিত ইজরায়েলী পণবন্দী এবং ৮ জনের দেহ ছেড়েছিল।