গাজায় চলতি সংঘর্ষের অবসানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে দ্বিতীয়বার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইজরায়েল ও হামাস, ৬০ দিনের যুদ্ধ বিরতির লক্ষ্যে বেশ খানিকটা এগিয়েছে বলে ট্রাম্পের মধ্য প্রাচ্যের দূত স্টিভেন উইটকফ ঘোষনা করার পরই এই সাক্ষাৎ।
হোয়াইট হাউসে এক রুদ্ধদ্বার বৈঠকে নেতানিয়াহু রিপাবলিকান হাউস অফ রিপ্রেজেন্টেটিভ স্পীকার মাইক জনসনের সঙ্গেও দেখা করেন। ট্রাম্পের দ্বিতীয় বারের শাসনকাল শুরু হওয়ার পর নেতানিয়াহুর এটি তৃতীয় মার্কিন সফর। বৈঠকের পর ইজরায়েলী প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিরতির লক্ষ্যে আলাপ আলোচনা চলছে।
উইটকফও জানিয়েছেন, দু পক্ষের মধ্যে থাকা সমস্যাগুলির ধীরে ধীরে সমাধান হচ্ছে। চলতি সপ্তাহেই ৬০ দিনের যুদ্ধ বিরতি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। খসড়া প্রস্তাবে ১০ জন জীবিত পনবন্দীর মুক্তি এবং ৯ জনের দেহ হস্তান্তরের বিষয়টিও রয়েছে।