গাজায় একের পর এক বিমান হামলা চালানোর পর ইজরায়েলী প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে, তারা ‘সংঘর্ষ বিরতি চুক্তি’, গুরুত্বের সঙ্গে বলবত করবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বাহিনী জানিয়েছে, ‘সংঘর্ষ বিরতি চুক্তি’-কে সম্মান জানিয়ে যেকোনো ধরণের লঙ্ঘনকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে তারা সচেষ্ট থাকবে। এর আগে তারা জানায়, হামাস প্রভাবিত গাজার বিভিন্ন অঞ্চলে অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। আক্রমণের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল- অস্ত্র ভান্ডার, জঙ্গীদের আস্তানা এবং ভূগর্ভস্থ টানেল। দক্ষিণ গাজার রাফা অঞ্চলে হামাসের সক্রিয়তা বেড়ে যাওয়ায় ইজরায়েলী প্রতিরক্ষা বাহিনী হামলা শুরু করে।
Site Admin | October 20, 2025 11:25 AM
গাজায় একের পর এক বিমান হামলা চালানোর পর ইজরায়েলী প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে, তারা ‘সংঘর্ষ বিরতি চুক্তি’, গুরুত্বের সঙ্গে বলবত করবে।
