গাজায়, ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হানায় ৯’জনের মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র-এর উদ্যোগে সংঘর্ষ বিরতি, হামাস ভঙ্গ করেছে বলে ইজরায়েল দাবী করেছে। এর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার বিরুদ্ধে বাধ্যতামূলক পদক্ষেপ নেওয়া হবে বলে নির্দেশ দেওয়ার পর এই বিমানহানা চালানো হয়।
ইজরায়েলী আধিকারিকদের সূত্র অনুসারে রাফা অঞ্চলে হামাস, রকেট চালিত গ্রেনেড ও স্নাইপার আক্রমণ চালায়। প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাৎজ্ হুঁশিয়ারি দিয়েছিলেন, হামাসকে এর জন্য চড়া মাশুল দিতে হবে। এরপরেই গাজার আল জাভেরা শহরাঞ্চল ও খান ইউনূস এলাকায় ইজরায়েলী বিমান হামলা চলে।
হামাস অবশ্য ইজরায়েলী বাহিনীকে আক্রমণ করার কথা অস্বীকার করেছে এবং সংঘর্ষ- বিরতি চুক্তিভঙ্গের জন্য ইজরায়েলকেই দায়ী করেছে।