গাজায় ইজরায়েলী হানায় ৬ সাংবাদিকের মৃত্যুর তীব্র নিন্দা করে রাষ্ট্রসংঘ মানবাধিকার দফতর একে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা বলে উল্লেখ করেছে। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন দুজারেক জানিয়েছেন, মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সাম্প্রতিক এই হত্যার নিরপেক্ষ এবং সতন্ত্র তদন্তের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত রবিবার গাজা শহরে ইজরায়েলের আক্রমণে নিহত সাংবাদিকদের মধ্যে পাঁচজন আলজাজিরা সংবাদ মাধ্যমের প্রতিনিধি। সংবাদ মাধ্যম অধিকার সংক্রান্ত একাধিক গোষ্ঠী এবং কাতার সহ বেশকিছু দেশ এই হামলার নিন্দা করেছে।