গাজায় আজ ভোর থেকে ইজরায়েলের হামলায় ৪১ জনেরও বেশি প্যালেস্তিনীয় প্রাণ হারিয়েছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এর মধ্যে গাজা শহরেই ২৫ জনের মৃত্যু হয়েছে। খান ইউনিসের আল-মাওসি এলাকায় একটি শরনার্থীদের একটি তাঁবুতে বোমা হামলায় নিহত হয়েছে দুজন।
উল্লেখ্য, ২০২৩ -এর অক্টোবর থেকে ইজরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, গাজায় অন্তত ৬৪ হাজার ৩৬৮ জন নিহত এবং ১ লক্ষ ৬২ হাজার ৩৬৭ জন আহত হয়েছেন।