মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 18, 2025 4:31 PM

printer

গাজায় যুদ্ধবিরতি এবং হামাস কর্তৃক বন্দীদের মুক্তির দাবিতে গতকাল লক্ষ লক্ষ ইজরায়েলি দেশব্যাপী বিক্ষোভ এবং সাধারণ ধর্মঘট পালন করে

গাজায় যুদ্ধবিরতি এবং হামাস কর্তৃক বন্দীদের মুক্তির দাবিতে গতকাল লক্ষ লক্ষ ইজরায়েলি দেশব্যাপী বিক্ষোভ এবং সাধারণ ধর্মঘট পালন করে। প্রায় দু’বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই সবথেকে বড় বিক্ষোভ। বিক্ষোভের জেরে শহরের মুখ্য যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে, মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আন্দোলনকারীরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

এখনও পর্যন্ত মুক্তি না পাওয়া পঞ্চাশ জন পণবন্দীর পরিবার, বিরোধী নেতা এবং বিভিন্ন নাগরিক গোষ্ঠী রাজধানী তেল আভিভ শহরের হোস্টেজেস স্কোয়ারে, জেরুজালেমে সে-দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ করে। সংঘর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে, জনতাদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করা হয়।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রক, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় ৬২ হাজার মানুষের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকে রাষ্ট্রসংঘ দুর্ভিক্ষের সতর্কবার্তা দেওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়। জুলাই মাস থেকে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত থাকায়, সংকট সমাধানের এখনও খুব একটা সম্ভাবনা নেই বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।