গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ছত্রিশগড়ে আগামী দুদিন ভারি থেকে অতি ভারী বৃষ্টির কমলাসর্তকতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আইএমডির প্রবীণ বিজ্ঞানী আর কে জেনামানি আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন, দক্ষিণ-ওড়িশাএবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ২৭ শে সেপ্টেম্বর থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর অসম ,মেঘালয় ,নাগাল্যান্ড,মনিপুর ,মিজোরামএবং ত্রিপুরাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা ঝাড়খন্ড ,মধ্য মহারাষ্ট্র ,মারাঠাওয়ার, উত্তর কর্ণাটক এবং তেলেঙ্গানায়।