গরমের ছুটিতে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন অনলাইনে চালানোর অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আজ সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর মাসে। সেই কারণে ছাত্র ও শিক্ষকরা নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে অনলাইন ক্লাস করতে পারেন, যাতে অ্যাকাডেমিক সেমিস্টারের পঠন পাঠনে কোনোরকম ক্ষতি না হয়, সেদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।