মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 3, 2025 9:45 PM

printer

গত ৬০০ বছরে এই প্রথমবার রাশিয়ার কামচটকায় ক্রেশিনিকভ আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হল।

গত ৬০০ বছরে এই প্রথমবার রাশিয়ার কামচটকায় ক্রেশিনিকভ আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হল। আজ স্থানীয় সময় রাত ২ টো ৫০ মিনিট নাগাদ অগ্নৎপাত শুরু হয়।ছাইয়ের আস্তরণ সমুদ্রস্তরের চার কিলোমিটার উর্ধ্বে উঠে যায়। আগ্নেয়গিরি জেগে ওঠার কারণে এই এলাকায় বিমান চলাচল আপাতত নিয়ন্ত্রিত রয়েছে।ভূবিজ্ঞানীরা মনে করছেন, সম্প্রতি এই এলাকায় যে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে, তার ফলেই নতুন করে অগ্নুৎপাত। শেষবার এই আগ্নেয়গিরি জেগে উঠেছিল ১৪৬৩ সালে।