গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯। আহত ২০৮ জন অসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রক গতকাল জানিয়েছে, এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নীচে এবং রাস্তায় আটকে রয়েছে, যেখানে উদ্ধারকারী এবং অসামরিক প্রতিরক্ষা দল এখনও পৌঁছাতে পারেনি।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭ হাজার ৮ শো ৮২, আহতের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৯৫।