November 3, 2024 12:24 PM

printer

গত সন্ধ্যায় আই.এস.এল. ফুটবলের ম্যাচে এফ সি গোয়া, ব্যাঙ্গালুরু এফসি কে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে

গোয়ার ফতোরদা স্টেডিয়ামে গত সন্ধ্যায় আই.এস.এল. ফুটবলের ম্যাচে এফ সি গোয়া, ব্যাঙ্গালুরু এফসি কে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে।  

গুয়াহাটির ইন্দিরা গান্ধী এথলেটিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল পাঁচটায়।

মুম্বই ফুটবল এরিনায় অপর ম্যাচে মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।