গত বছর বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যসংকট আরও তীব্র আকার নিয়েছে বলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO জানিয়েছে। এক রিপোর্টে জানানো হয়েছে, চলতি বছরে ৫৩টি দেশে ২৯ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার শিকার হয়েছেন। যা গত বছরের তুলনায় ১ কোটি ৩৭ লাখ বেশি।চলতি বছরের Global Report on Food Crises-এ প্রকাশিত এই তথ্য অনুযায়ী, এটি টানা ষষ্ঠ বছরের বৃদ্ধির চিত্র।
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বকেই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুদানকে দুর্ভিক্ষ পীড়িত হিসাবে চিহ্নিত করা হয়েছে। গাজা, দক্ষিণ সুদান, হাইতি ও মালি-তে খাদ্য সংকটের পরিস্থিতিকে দুর্বিষহ বলে অভিহিত করা হয়েছে। ২০২৫সালের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে গাজার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে FAO সতর্ক করেছে।