গত কয়েকদিনের প্রবল বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বাণ এবং ভূমিধসের জেরে, হিমাচল প্রদেশের জনজীবন প্রচন্ড ব্যাহত হয়েছে। গত মাসের ২০ তারিখ থেকে এপর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ৬৩ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন ১০৯ জন। ৪০ জন এখনো নিখোঁজ। সব থেকে ক্ষতিগ্রস্থ জেলা মান্ডিতে ১১ জন মারা গিয়েছেন, ৩৪ জন নিখোঁজ। আবহাওয়া দপ্তর আগামীকাল’ও রাজ্যের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের হলুদ সঙ্কেত জারি করেছে।
উত্তরাখন্ডেও প্রবল বৃষ্টিতে ভূমি ধস নেমে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে যায়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপাতত চারধাম যাত্রা স্থগিত রাখা হয়েছে।