গত এক দশকে ভারতে মোট যক্ষ্মা আক্রান্তের সংখ্যা ২১ শতাংশ কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর ২০২৫ সালের প্রতিবেদন অনুসারে, ভারতে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা ২০১৫ সালে প্রতি এক লক্ষে ২৩৭ জন থেকে কমে ২০২৪ সালে ১৮৭ জনে নেমে এসেছে।
ভারতের উন্নত রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসার পরিধি বৃদ্ধি পাওয়ার ফলেই যক্ষা আক্রান্তের অংখ্যা কমেছে বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।
যক্ষ্মাজনিত মৃত্যুর হার ২০১৫ সালে প্রতি এক লক্ষে ২৮ জন থেকে কমে ২০২৪ সালে ২১ জনে নেমে এসেছে।
উল্লেখ্য, দেশ থেকে যক্ষ্মা নির্মূল করার জন্য সরকার, যক্ষ্মা মুক্ত ভারত অভিযান, আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং নিক্ষয় পোষণ যোজনা সহ বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে।