গতবারের বিজয়ী নর্থ ইষ্ট ইউনাইটেড এফ সি ১৩৪ তম ডুরান্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ফাইনালে নর্থ ইষ্ট ইউনাইটেড এফ সি ৬-১ গোলে ডায়মন্ড হারবার এফসি’কে হারিয়ে দিয়েছে। বিরতিতে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। নর্থ ইষ্ট ইউনাইটেড এর পক্ষে আশির আকতার, পার্থিব গগৈ, থোই সিং, জাইরো বুস্তারা, আন্দ্রেস জোস, আলাইদ্দিনে আজারিয়ে গোল করেছেন।
ডায়মন্ড হারবার এফসি’র পক্ষে একটি গোল শোধ করেন লুকা মায়চেন।