মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 9, 2025 8:56 AM

printer

গতকাল IPL-এর ম্যাচে পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংসকে এবং লখনউ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে

পাঞ্জাবের মুলানপুরে গতকাল IPL-এর ম্যাচে পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসকে ১৮ রানে হারিয়ে দিয়েছে। টসে জিতে পাঞ্জাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে।

প্রিয়াংশ আর্য ১০৩ রান করেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে IPL-এর প্রথম মরসুমেই শতরান করার নজির গড়লেন আর্য। IPL-এ চতুর্থ দ্রুততম ব্যাটার হিসেবে ৩৯ বলে শতরান পূর্ণ করেন আর্য। শশাঙ্ক সিং ৫২ রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের হয়ে খলিল আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট নেন। 

  জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান তুলতে সমর্থ হয়।  ডেভন কনওয়ে ৬৯, শিবম দুবে ৪২ করেন। পাঞ্জাবের হয়ে লকি ফার্গুসন দুটি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন প্রিয়াংশ আর্য।

টানা চার ম্যাচে পরাজিত হলো চেন্নাই। এবারের IPL-এ তৃতীয় জয় পেলো পাঞ্জাব।

অন্যদিকে ইডেনে, গতকাল IPL-এর অন্য ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ৪ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেয়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল-এর ম্যাচে গুজরাট টাইটানস, রাজস্থান রয়ালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।