January 19, 2026 6:01 PM

printer

গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে নির্বাচন কমিশন আগামী বুধবার, ২১শে জানুয়ারি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে চলেছে।

গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে নির্বাচন কমিশন আগামী বুধবার, ২১শে জানুয়ারি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে চলেছে। নতুন দিল্লির ভারত মন্ডপমে এই সম্মেলন, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট’- আইআইসিডিইএম-২০২৬ চলবে শুক্রবার ২৩ তারিখ  পর্যন্ত।

নির্বাচন কমিশনের অধীন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট তিন দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে।  বিশ্বের ৭০টিরও বেশি দেশ থেকে প্রায় ১০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এতে  অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ভারতে অবস্থিত বিদেশী মিশন, এবং নির্বাচন ব্যবস্থাপনা ক্ষেত্রে গবেষক ও অভিজ্ঞ বিশেষজ্ঞরাও উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অধিবেশনে আন্তর্জাতিক প্রতিনিধিদের স্বাগত জানাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী।