মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 4, 2025 4:34 PM

printer

গঙ্গা জল বন্টন নিয়ে বাংলাদেশের কটি দল আজ ফারাক্কায় গঙ্গা নদী সন্নিহিত এলাকা পরিদর্শন করেন

গঙ্গা জল বন্টন ৩০ বছর মেয়াদী চুক্তি শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গার জল এই নিয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশের সাত সদস্যের একটি দল আজ ফারাক্কায় গঙ্গা নদী সন্নিহিত এলাকা পরিদর্শন করেন। এই কারিগরী দলের নেতৃত্বে ছিলেন, বাংলাদেশের যৌথ নদী কমিশন JRCB-র সদস্য মহম্মদ আবুল হোসেন। প্রতিনিধি দলটি আজ বিকেলে বৈঠকে বসবেন।  ফারাক্কায় গঙ্গার জলস্তর ও জলের প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যানও খতিয়ে দেখা হবে বৈঠকে।