January 18, 2025 10:48 AM

printer

খো খো বিশ্বকাপে ভারতের পুরুষ ও মহিলা- দুটি দলই সেমিফাইনালে উঠেছে।

খো খো বিশ্বকাপে ভারতের পুরুষ ও মহিলা- দুটি দলই সেমিফাইনালে উঠেছে।  

   পুরুষ দলটি গতকাল নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে ১০০-৪০-এর ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়। রামজী কাশ্যপ ম্যাচের সেরা খেলোয়ার হয়েছেন। অন্যদিকে ভি সুভ্রমাণি সেরা আক্রমণকারী খেলোয়ারের তকমা পেয়েছেন।

প্রতিদ্বন্দ্বিতাকারী দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার সাসিনাড়ু।

   অন্যদিকে ভারতের মেয়েরা গতকাল ১০৯-১৬ ব্যাবধানে বাংলাদেশকে হারিয়ে  সেমিফাইনালে ওঠে। অধিনায়ক প্রিয়াঙ্কা ইংলের নেতৃত্বাধীন ভারতীয় দল অসাধারণ খেলে দলকে জয় এনে দেয়। অশ্বিনী শিন্দে ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন। সেরা আক্রমণকারী খেলোয়ার হয়েছেন মাগাই মাঝি। প্রতিদ্বন্দ্বিতাকারী দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সেরা খেলোয়ারের তকমা পেয়েছেন ঋতুরানী সেন।

  দলের প্রশিক্ষক ডক্টর মুন্নি জুন বলেছেন, বিশ্বকাপের ফাইনালে খেলার জন্য দুটি দলই সবরকমভাবে প্রস্তুত। সুপরিকল্পিত রণকৌশল ও শক্তিশালী টিম ওয়ার্কই তাঁদের সাফল্যের মূল চাবিকাথি বলেও উল্লেখ করেছেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।