মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 21, 2024 12:36 PM

printer

খোলা বাজারে মাছ, সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট শাখার নিয়মিত নজরদারি এবং সুফল বাংলা স্টলের মাধ্যমে ন্যায্য মূল্যে বিক্রি বহাল থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে।   

খোলা বাজারে মাছ, সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট শাখার নিয়মিত নজরদারি এবং সুফল বাংলা স্টলের মাধ্যমে ন্যায্য মূল্যে বিক্রি বহাল থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে।   

নবান্ন থেকে জারি করা বিবৃতিতে গতকাল বলা হয়েছে, রাজ্যের হিমঘরগুলিতে বর্তমানে ১৯ লক্ষ মেট্রিক টন আলু মজুদ রয়েছে, যা পর্যাপ্ত। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সুফল বাংলার মাধ্যমে সরাসরি চাষীদের থেকে ২০০ টনের বেশি সুখসাগর পেঁয়াজ কেনা হয়েছে। পাশাপাশি টমেটো, কাঁচা লঙ্কার মত সবজি ১৫ থেকে ২০ শতাংশ কম দামে সুফল বাংলা স্টলে বিক্রি করা হচ্ছে। ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্গাপুজোর সময় জারি হওয়া নজরদারি, উৎসবের মরশুম শেষ হওয়া পর্যন্ত বহাল থাকবে।